ফেসবুকে ‘ক্লোনিংয়ের’ নামে নতুন প্রতারণা

 

ক্লোনিংয়ের নামে ফেসবুক ব্যবহারকারীরা ভুয়া সংবাদের (স্ক্যাম) সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইনবক্সে মেসেজ দিয়ে বলা হচ্ছে, কেউ আপনার অ্যাকাউন্ট ক্লোন করেছে। আপনার ফ্রেন্ডলিস্টে থাকা অন্য বন্ধুদের এ তথ্য ফরওয়ার্ড করে তাদের জানিয়ে দিন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

স্ক্যাম মেসেজে বলা হচ্ছে, ‘হাই, আমি গতকালই আপনার কাছ থেকে আরেকটি ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি। তবে আমি সেটা ইগনোর করেছি। তাই আপনি আপনার অ্যাকাউন্ট চেক করুন। ফরওয়ার্ড বাটন না আসা পর্যন্ত মেসেজেই থাকুন। তারপর ফরওয়ার্ড বাটনটি আসলে তার ওপর ক্লিক করুন। আপনি চাইলে এটি আপনার অন্য বন্ধুদেরও শেয়ার করতে পারেন। আমিও ব্যক্তিগতভাবে এটি করেছি। ভালো থাকবেন।’

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, কিছু ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট ও ছবির মাধ্যমে ক্লোনিংয়ের শিকার হচ্ছেন বলে আমরা শুনেছি। এটি এক ধরনের ‘চেইন মেইল’ ধরনের নোটিশ। তবে ওই মেসেজটিতে কোনো ভাইরাস নেই। আপনারা এ রকম মেসেজ পেলে সঙ্গে সঙ্গে ডিলেট করে দেন।

কেউ যদি মনে করেন, তিনি ক্লোনিংয়ের শিকার হয়েছেন, তাহলে তার অ্যাকাউন্টের কোনো ডুপ্লিকেট কপি আছে কিনা, তা চেক করার পরামর্শও দিয়েছে ফেসবুক।

Post a Comment

Previous Post Next Post