মাত্র ৭০০০ টাকায় পাওয়া যাবে Samsung galaxy A3 core

 

Samsung তাদের আরও একটি লো-বাজেটের স্মার্টফোন Samsung Galaxy A3 Core ফোনটিকে লঞ্চ করেছে । এই ফোনটি শুধু মাত্র নাইজেরিয়ায় লঞ্চ করা হয়েছে সামনের দিন গুলোতে এটা অন্যান্য দেশে পাওয়া যাবে ।
তবে কবে পাওয়া যাবে এই বিষয়ে কম্পানির তরপ থেকে কিছু জানা যাইনি । ফোনটি Samsung Store হতে কেনা যাবে এবং রেড,ব্ল্যাক,ব্ল এই তিনটি কালারে পাওয়া যাবে Galaxy A3 Core
নাইজেরিয়াতে ফোনটির দাম অনুসারে বাংলাদেশি টাকায় ৭০০০ টাকার আসে পাশে কেনা যাবে সামসাং এর নতুন ফোন ।
যতদূর মনে হচ্ছে Samsung Galaxy A2 Core এর লেটেস্ট আপগ্রেড ভার্সন হল Galaxy A3 Core।

 

 

চলুন একনজরে জেনে নেয়া যাক Samsung Galaxy A3 Core ফোনটির স্পেসিফিকেশন ।

 

ডিসপ্লেঃ

5.5 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে Samsung Galaxy A3 Core ফোনটিতে। রেজুলেশন (720×1480) পিক্সেল

হার্ডওয়্যারঃ

এই ফোনে ব্যাবহার করা হয়েছে 1.5 Ghz Quad Core Processor তবে কোন ব্যান্ডের প্রসেসর সেটা জানা যায়নি।
এতে অরোও পাওয়া যাবে 1GB RAM 16GB ROM এবং 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে

সফটওয়্যারঃ

Samsung Galaxy A3 Core ফোনটি অ্যান্ড্রয়েড গো (Go edition) অপারেটিং সিস্টেমে ।

ক্যামেরাঃ

থাকছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যার অ্যাপাচার (F2.2) এছাড়াও ফোনটির সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের অ্যাপাচার (F2.4) সেল্ফি ক্যামেরা।

ব্যাটারিঃ

৩০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে  এ । কম্পানির দাবি আনুসারে এই ফোনে একটানা ১৪ ঘণ্টা নেট ব্রাউজ করা ১৭ ঘন্টা কথা বলা এবং ১১ ঘন্টা ভিডিও দেখা যাবে ।
এবং এর ব্যাটারিকে চার্জিংয়ের জন্য ব্যাবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট ।

 


Post a Comment

Previous Post Next Post