Realme C17: Good or bad? মিড-বাজেটের প্রিমিয়াম স্মার্টফোন? কেনার আগে দেখে নিন

 

Realme C17  নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হচ্ছে । কারন রিয়েলমি C17 এটি প্রথম ফোন যেটা বাংলাদেশে গ্লোবাল লঞ্চ হয়েছে। এটি রিয়েলমির বাজেট বান্ধব সি-সিরিজের সর্বশেষ ফোন । লেক গ্রিন এবং নেভি ব্ল ২টি আলাদা রঙে পাওয়া যাবে রিয়েলমির সি ১৭ ফোনটি। ফোন টির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫,৯৯০ টাকা! এই প্রাইজ রেঞ্জের মধ্যে বেশ কিছু ফিচার এর কারনে বেশ আলোচিত।

 

 

চলুন একনজরে জেনে নেয়া যাক Realme C17 ফোনটির স্পেসিফিকেশন ।

ডিসপ্লেঃ

৬.৫ ইঞ্চির এইচডি+পাঞ্চহোলযুক্ত আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে ফোনটিতে। রেজোলেসন (720×1600পিক্সেল) থাকছে আলোচিত হাইলাইটিং ফিচার ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং সুরক্ষার জন্য ব্যাবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস।

Realme C17

হার্ডওয়্যারঃ

Realme C17 অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং অ্যাড্রেনো 610 জিপিইউ দিয়ে চালিত। এতে 6GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর একটি মাত্র অফিসিয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি সি ১৭ ফোনটি।

সফটওয়্যারঃ

Realme C17 ফোনটি চলবে এন্ড্রয়েড ১০ ভিত্তিক Realme UI দ্বারা।

ক্যামেরাঃ

রিয়েলমি সি ১৭ এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। ১৩ মেগাপিক্সেলের মেইন শ্যুটার এর সাথে যুক্ত হয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
এছাড়াও ফোনটির সামনে পাঞ্চহোলে থাকছে ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

ব্যাটারিঃ

৫০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে রিয়েলমি সি ১৭ তে।থাকছে ইউএসবি টাইপ-সি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
যা ব্যাটারি কে দ্রুত চার্জ করতে সক্ষম

Buy Realme C17 From Official Site

আমার অভিমতঃ

এই দামে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং 6GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ফিচার ছাড়া বলার মত আর তেমন কিছু নেই।
ডিসপ্লে ,প্রসেসর , ক্যামেরা এই সাইট গুলো আরো উন্নত হতে পারতো । ফোনটিকে এই দামে একটি কম্পিলিট ফোন বলা যায় না ।
তাই, আপনি যদি এই প্রাইস রেঞ্জের আশেপাশে ফোন কেনার কথা ভাবেন,
তাহলে (Realme 6i) (Redmi9) (infinix note7) এই তিনটির একটি হতে পারে আপনার জন্য পারফেক্ট ফোন।
এই ছিল আমাদের আজকের রিয়েলমি সি ১৭ নিয়ে রিভিউ। আশা করি, আমাদের রিভিউটি আপনাদের ভাল লেগেছে।
আপনার কাছে কেমন লেগেছে Realme C17ফোনটি? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ।

Post a Comment

Previous Post Next Post