Realme C15 ১৩ হাজার টাকায় দারুন একটা ফোন??

 

Realme C15  দারুন একটা ফোন!!

রিয়েলমি একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে । কিছুদিন আগে তারা বাজারে এনেছিল Realme C12 মডেলের ফোনটি। সেটার রেশ কাটতে না কাটতেই এবার তারা Realme C15 Qualcomm Edition মডেলটি বাংলাদেশের বাজারে রিলিজ করলো । এর আগে রিয়েলমি সি১৫ ফোনটি অনেক দেশে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা রিলিজ করলেও আমাদের দেশে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০  ৪ জিবি র‍্যাম এর সাথে ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ২টা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি সি ১৫ ফোনটি।রিয়েলমি সি১২ ফোনের ডিজাইনের মতো রিয়েলমি সি১৫ ফোনটি তবে এতে ডিসপ্লে ,প্রসেসর ,র‍্যাম,ক্যামেরা এবং অনেক কিছু যোগ করা হয়েছে।

৪ জিবি র‍্যাম ৬৪ জিবি ভ্যারিয়েন্টির দাম মাত্র ১২,৯৯০ টাকা

৪ জিবি র‍্যাম ১২৮ জিবি ভ্যারিয়েন্টির দাম মাত্র ১৪,৪৯০ টাকা

ডিজাইন 

রিয়েলমি সি১২ আর রিয়েলমি সি১৫ ফোনের ডিজাইনের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এই ফোনের সামনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। রিয়েলমি সি১৫ ফোনের ওজন ২০৯ গ্রাম। এর ডানদিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন বাম দিকে রয়েছে সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট। নিচের দিকে রয়েছে ৩.৫ মিমি হেডফোন বা অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, লাউড স্পিকার এবং একটি ডেডিকেটেড মাইক্রোফোন । এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর দৈর্ঘ্য: ১৬৪.৫ মিমি প্রস্থ: ৭৫.৯ মিমি ফোনটির ভিতরের ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি থাকার কারণে ফোনটি হাতে নিয়েই বেশ মোটা এবং ভারি ভারি মনে হবে।পাওয়ার সিলভার ও পাওয়ার ব্লু রঙে পাওয়া যাবে রিয়েলমি সি১৫ স্মার্টফোনটি।

 

 

Post a Comment

Previous Post Next Post