১৪ হাজার টাকায় গেমিং ফোন! Realme Narzo 20 স্মার্টফোন রিভিউ

 

রিয়েলমি বাজার ধরে রাখতে একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে  এবার তারা Realme Narzo 20 মডেলটি বাংলাদেশের বাজারে রিলিজ করলো। এটি মিড বাজেটের গেমিং ফোন যা মূলত গেমারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে  শক্তিশালী গেমিং চিপসেট মিডিয়াটেক হেলিও জি ৮৫ এর সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি  ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Realme Narzo 20 ফোনটি। ৪ জিবি র‍্যাম ৬৪ জিবি ভ্যারিয়েন্টির দাম মাত্র ১৩,৯৯০ টাকা, তবে এই মুহূর্তে দারাজ অনলআইন শপ থেকে রিয়েলমি নারজো ২০ ফোনটি ৫০০ টাকা কমে পেয়ে যাবেন। ডিসপ্লে ,প্রসেসর ,ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ,পারফরমান্স এই সব মিলিয়ে আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে এই ফোনটি।

 

 

Realme Narzo 20  ডিজাইনঃ

এই ফোনের সামনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, রিয়েলমি নারজো ২০ ফোনের ওজন ২০৮ গ্রাম। এর ডানদিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন বাম দিকে রয়েছে সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট। নিচের দিকে রয়েছে ৩.৫ মিমি হেডফোন বা অডিও জ্যাক, টাইপ -সি চার্জিং পোর্ট, লাউড স্পিকার এবং একটি ডেডিকেটেড মাইক্রোফোন । এর পিছনে থাকছে এআই ট্রিপল ক্যামেরা সেটাপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির দৈর্ঘ্য: ১৬৪.৫ মিমি প্রস্থ: ৭৫.৯ মিমি, ফোনটির ভিতরের ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি থাকার কারণে ফোনটি হাতে নিয়েই বেশ মোটা এবং ভারি ভারি মনে হবে। সিলভার সোর্ড ও ব্লু ব্লেড দুইটি আলাদা আলদা রঙে পাওয়া যাবে রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি।

 

 

এক নজরে জেনে নেয়া যাক Realme Narzo 20 ফোনটির স্পেসিফিকেশন।

 

Realme Narzo 20 ডিসপ্লেঃ

৬.৫ ইঞ্চির ওয়াটারড্রপ নচ এইচডি-প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে ফোনটিতে। রেজোলেসন (720 × 1600 ) পিক্সেল এর স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ এবং এতে সুরক্ষার জন্য কি ব্যাবহার করা হয়েছে সেটা জানা যায়নি তবে অনেকের মতে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যাবহার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post